মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ৭শ কেজি ফেয়ার প্রাইসের চাউল জব্দ, আটক ২ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-(ডিইএব) সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকান্ড :বালুখোকো ‘মান্নান ফকির’ গ্রেপ্তার আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ সারিয়াকান্দি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু ইন্দুরকানির একটি গ্রাম থেকে সাতটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু চায়না থেকে ঘুরতে এসে প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে এক সন্তানের জননীকে বিয়ে করলেন যুবক! মোবাইল থেকে চার্জার খুলতে গিয়ে তরুণীর মৃত্যু!

শেহেরিন সেলিম রিপনই নৌকার শক্ত মাঝি

রিপোর্টারের নাম / ৪৬০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি শেহেরিন সেলিম রিপনই সিরাজগঞ্জের জন্য অন্যান্য প্রার্থীর চেয়ে হাজারো গুন শক্ত নৌকার মাঝি হবে বলে মন্তব্য করছেন ত্যাগী ও তৃনমুল নেতাকর্মীসহ সাধারন মানুষ। তারা বলছেন, গত দুই বছর যাবত শেহেরিন সেলিম রিপন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ-কাজিপুর) এবং সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) দুটি সংসদীয় আসনে তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালিয়েছেন তাতে তিনিই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকার মাঝি হিসেবে শক্ত হাতে হাল ধরতে পারবেন। উচ্চশিক্ষিত শেহেরিন সেলিম রিপন ইতোমধ্যে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে স্বজ্জন ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। সিরাজগঞ্জের দুটি আসনের অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় ক্ষমতা অপব্যবহার করে অনিয়মসহ নানা বিস্তর অভিযোগ থাকলেও শেহেরিন সেলিম রিপনের বিরুদ্ধে নেই কোন অভিযোগ। বরং মিষ্টভাষী ও সততার প্রতীক হিসেবে ইতোমধ্য দুটি আসনের সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন।

বীর মুক্তিযোদ্ধা গাজী আবু তাহের, আওয়ামীলীগ কর্মী আব্দুস সামাদ ও মিলন সেখ জানান, সাধারন মানুষ সংসদ সদস্য হিসেবে একজন সততার প্রতীক, যোগ্য, দুর্নীতিমুক্ত, কর্মীবান্ধব, সাধারন মানুষের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিত্ব এবং সিরাজগঞ্জের উন্নয়নের ভাবনা সম্পন্ন নেতাকে দেখতে চান। এর সবগুনাগুনই শেহেরিন সেলিম রিপনের মধ্যে রয়েছে। যা অন্য কোন প্রার্থীর মধ্যে নেই। অন্যান্য যে সমস্ত প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন তাদের বিরুদ্ধে সরকারের ক্ষমতা অপব্যবহার করে ইতোমধ্যে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম, দলের ভিতরে কোন্দল সৃষ্টির কারনে দলীয় পদ থেকে অব্যাহতি, ইউপি নির্বাচনে মনোনয়ন বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।

সাধারন মানুষ বলছেন, তার মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সমস্ত গুনাগুন ও প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। শহীদ এম. মনসুর আলীর মধ্যে যেমন ছিল সততার প্রতীক, দেশ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতি অঢেল বিশ্বাস, নির্ভীক সৈনিক, মানুষের প্রতি অকুন্ঠ ভালবাসা, খাটি দেশপ্রেমিকের গুনাগুন তেমনি শেহেরিন সেলিম রিপনের মধ্যেও রয়েছে এসব গুনাগুন। তারা বলছেন, শেহেরিন সেলিম রিপন মনোনয়ন পেলে সংসদ্য হলে সিরাজগঞ্জের মানুষে মনে করছেন শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীকেও সংসদ সদস্য হিসেবে পাবেন।

শেহেরিন সেলিম রিপন বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শই আমার আদর্শ। তাঁদের আদর্শ বাস্তবায়নে জীবন বিসর্জন দিতেই পিছপা হবো না। বঙ্গবন্ধু কন্যা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দিলে তিনি দাদার মতো দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir