শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

মনসুর আলীর নাতি রিপনের ব্যানার ছিড়ে ফেলল দুর্বত্তরা-চরম ক্ষোভ

রিপোর্টারের নাম / ৩০২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নাতি শেহেরিন সেলিম রিপনের মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে শহরের বাজার ষ্টেশনস্থ করিগাছ ও স্টেশন চত্ত্বরে লাগানো ব্যানার দুটি ছেড়ে ফেলা হয়। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছবি ছিল। ব্যানারে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদে প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সিরাজগঞ্জ জেলাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা লেখা ছিল। অভিযোগ রয়েছে একটি মহলের ইন্ধনে ব্যানার দুটি ছিড়ে ফেলা হয়েছে। ব্যানার দুটি ছিড়ে ফেলায় ক্যাপ্টেন মনসুর আলীর নাতিসহ সকলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।
মাসুম মহল্লার আব্দুস সামাদ জানান, কয়েকদিন আগেই বিজয় দিবস উপলক্ষে বাজার স্টেশনের দুটি স্থানে ব্যানার দুটি লাগানো হয়েছিল। রাতে দুর্বৃত্তরা ব্যানার দুটি ছিড়ে ফেলেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারটি ছেড়া খুবই দু:খজনক।
এ বিষয়ে ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব ও কর্তৃব্য। সে লক্ষ্য নিয়ে শহরের বাজার স্টেশনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয় দিবসের শুভেচ্ছা সম্বলিত দুটি ব্যানার লাগানো হয়েছিল। ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিল। ব্যানার দুটি ছিড়ে ফেলা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। তিনি বলেন, যার ইন্ধনে দুর্বৃত্তরা ব্যানার দুটি ছিড়ে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন বলে আমি মনে করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir