নিজস্ব প্রতিবেদক :
প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারনা নিষিদ্ধ থাকলেও থোড়াই কেয়ার করছেন না সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নৌকার মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও তার পিএস চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। আচরন বিধি লঙঘন করে মমিন মন্ডলের পক্ষে প্রচার-প্রচারনা করছেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে গুটিকয়েক দলীয় নেতা-কর্মীরা। গত কয়েক দিন ধরে তিনি তার পক্ষের কয়েকজন নেতাকর্মীদের নিয়ে চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণার নেমেছেন। আবার কোথাও কোথাও আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মমিন মন্ডলকে নৌকা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ ওঠেছে।
সোমবার সকালে চৌহালী উপজেলার ওমারপুর ইউনিয়নের ওমারপুর গ্রামে নির্বাচনী আচরণবিধি না মেনে নির্বাচনের গণসংযোগ ও সমাবেশে নৌকার পক্ষে ভোট দিতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করে বক্তব্য দিয়েছেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম রানা।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রচার-প্রচারনা জন্য কমিটি গঠনের জন্য ঘরোয়াভাবে সমাবেশ করছি। সমাবেশে কোন সাধারন মানুষ ছিল না। সব নৌকার পক্ষের লোকজন ছিল। কোন মানুষকে নৌকার পক্ষে ভোট প্রদানের জন্য বলপ্রয়োগ করা হয়েছে এমন কোন কথা বলা হয়নি। সাধারনভাবে সমাবেশে যেসব কথ বলা দরকার সেসব কথা বলা হয়েছে।