নিজস্ব প্রতিবেদক:
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে লিফলেট বিতরনকালে বিজয় আহমেদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। সে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক। সোমবার সকালে এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুরের ভার্সিটি ঘাট এলাকায় কিছু নেতাকর্মী লিফলেট বিতরন করছিল। এসময় অভিযান চালিয়ে বিজয় আহমেদকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে ইতোপুর্বের নাশকতা মামলা ছিল। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ডামি নির্বাচন বর্জনে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ আলী ভুইয়ার নেতৃত্বে উপজেলা সদরের মুকুন্দগাতী বাজার, চালা ও শেরনগর এলাকায় লিফলেট বিতরন করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।