রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি রেকর্ড

রিপোর্টারের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৬:২২ অপরাহ্ন

গাইবান্ধায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান মাধুকর’কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিদিনই গাইবান্ধার তাপমাত্রা কমে আসছে। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা আগেও জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তা আজ সকাল ৬টায় নামে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু তিন ঘণ্টার ব্যবধানে তা সকাল ৯টায় জেলার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে তীব্র শীতের কারণে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অব্যাহত রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীরা আসতে শুরু করেছে। এদের মধ্যে মধ্যে সর্দি-কাশি, জ্বর ও অ্যাজমায় আক্রান্তের সংখ্যা বেশি।

অপরদিকে হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহে মানুষের পাশাপাশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা। গবাদিপশুগুলোকে পুরনো কাঁথা-কম্বল, বস্তা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে সব থেকে বেশি সমস্যায় রয়েছে নদ-নদীবেষ্টিত চরাঞ্চলের গবাদিপশুগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir