গাইবান্ধার সাদুল্লাপুরে থানা পুলিশের অভিযানে ৩ জুয়ারি ও ১ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গতকাল সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ের তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার এঁর দিক নির্দেশনায় সাদুল্লাপুর থানার এস আই তাহসিন, এস আই নুরুজ্জামান, এস আই ইউসুফ, এএস আই মানিক এবং কনস্টেবল মিজানুর রহমান এর অভিযানে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায়
১। মো: আতোয়ার মিয়া(২০) পিতা মৃত মকবুল হোসেন ২। মো: আজিজুল ইসলাম(২৮), পিতা: জয়নাল আবেদীন ৩। নয়ন চন্দ্র রায়, পিতা: গৌরাঙ্গ চন্দ্র রায়, দের জুয়া খেলার ২ (দুই) বান্ডিল তাস এবং ১৮০০ (এক হাজার আটশত টাকা) সহ গ্রেফতার করা হয়।
পরে পৃথক আর একটি অভিযানে এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মো: সাদেকুল ইসলাম(৪৩), পিতা: জসীম উদ্দিন, সাং:রসুলপুর কে ৩০০ (তিনশ গ্রাম) শুকনো গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উভয় ঘটনাতেই মামলা ঋজু প্রক্রিয়াধীন রহিয়াছে।