ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে হত্যাসহ সকল বেআইনী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখা।
শুক্রবার বিকেলে পিরোজপুর পুরাতন বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন।
মানববন্ধনে পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শামসুল হক খোকন যুব সমাজের মুক্তির ৭ দফা প্রস্তাবনার দাবি তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের পিরোজপুর জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ জিয়াউল হাসান, শ্রমিক অধিকারের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, নাজিরপুর শহীদ জিয়াা কলেজের প্রফেসর জহিরুল ইসলাম, গণধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন গণধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ খান।