রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী ফের পাঁচদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন


সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে দুজনকে কারাগার থেকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শহরের গয়লা এলাকার যুবদল নেতা আব্দুল লতিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শাহিন মাহমুদ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুজনকেই রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি। এছাড়াও তারা নিজেদের লাইসেন্সকৃত অস্ত্র সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক সময়ে জমা দেননি। তবে সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হেনরী দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় আরেকটি অস্ত্র মামলা করেছে পুলিশ। চারটি মামলার মধ্যে এর আগে যুবদল নেতা রঞ্জু হত্যায় দুজনকে ৭দিনের জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পরবর্তীতে যুবদল নেতা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা শাহিন ফের ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মঙ্গলবার বিকেলে শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানী শেষে জিজ্ঞাসাবাদের জন্য সরাসরি দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা রিদায়ীলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে। ৪ আগষ্টের পর পলাতক থাকাবস্থায় র‌্যাব-১২ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে মৌলভীবাজার থেকে দুজনকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir