শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

পিরোজপুরে সাবেক এমপি আউয়াল ও মালেকের বাড়ি ভাঙচুর, আগুন

পিরোজপুর প্রতিনিধি: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল এবং তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এসব ঘটনা ঘটে। গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র-জনতা এই প্রতিক্রিয়া দেখায়। এলাকাবাসী জানায়, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে।

এ সময় জনতাকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে জানতে পেরেছি।

”উল্লেখ্য” এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেবেন। রাত ৯টায় শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। রাত ১২টার দিকে তৎপর হতে দেখা যায় তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir