শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ইন্দুরকানীতে বিএনপি নেতার মামলায় জেল খাটছেন কৃষক মোস্তফা সেখ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানিতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের দায়েরকৃত রাজনৈতিক হায়রানী মূলক মামলায় মোস্তফা শেখ (৫২ ) নামে এক কৃষক জেল খাটছেন। গত ২২ শে জানুয়ারি রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ইন্দুরকানি থানা পুলিশ। পরের দিন দুপুরে তাকে ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও স্থানীয় ইউপি সদস্য দুলাল ফকির বাদি হয়ে ২০১৩ সালের তিন মার্চের ঘটনা উল্লেখ করে ৩৮ জন নামীয় এবং ৪০/ ৫০ জনকে অজ্ঞাত আসামি করে গত ৮ই জানুয়ারি ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেন । অভিযোগ রয়েছে এ মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও আসামি করা হয় বিভিন্ন নিরীহ ব্যক্তিকে।

গ্রেপ্তারকৃত মোস্তফা শেখের ছেলে কাউসার শেখ সাংবাদিকদের জানান, আমার পিতা কৃষি কাজ করেন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার। কোন দলের মিছিল মিটিংয়েও তিনি যান না। এই মামলার বাদীর সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধী চলে আসছে। গত পাঁচ ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে আমাদের একটি বিরধোপূর্ণ জমিও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে নেন। আমার পিতার সাথে আমাকেও তিনি এই মিথ্যে মামলায় আসামি করেছেন।
কাউসার শেখ আরো জানান, দীর্ঘ এগারো বছর আগের ঘটনা উল্লেখ করে এ মামলায় তিনি যে ঘটনার বিবরণ দিয়েছেন তা সবই মিথ্যা,বানোয়াট এবং কাল্পনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir