নাটোরের সিংড়া পৌর শহরের বুড়াপীরতলা এলাকায় অভিযান পরিচালনা করে সাত লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বাজারের দুই জাল ব্যবসায়ী খালিদ হোসেন ও শোভন আহমেদ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় শহরের বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।