
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগান কে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যবিভাগ ২৮মে থেকে ৩জুন/২৫ সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী দিনে কুইজ ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ , দরিদ্র মানুষের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩ জুন মঙ্গলবার দুপুরে পুরস্কার বিতরণ করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এবং উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ শাহনাজ পারভীন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পুষ্টি বিষয়ে, মানব কূলকে পুষ্টি জ্ঞান ও জনসচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন
তিনি বলেন, পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার, কখন, কিভাবে খাওয়ানোর ফলে, পরিপূর্ণ সুফল আসবে, সেই জন্য, ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে।একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টির পরিচালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ সহ ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী ও সুধিবৃন্দ অংশগ্রহণ করে।
এর আগে ২৮ মে জাতীয় পুষ্টি সভা শুরু হয়ে আজকে সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। কুইজ প্রতিযোগিতায় প্রথম ও ২য় স্থান অর্জন করে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালযের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রবিউল হাসান ও একই শ্রেণির শিক্ষার্থী মোছাঃ খাদিজাতুল হুমা।