সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের পাশ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কামারখন্দ থানা পুলিশ জামতৈল পূর্ববাজার এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, বুধবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে গিয়ে দুর্গন্ধযুক্ত শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়। সংবাদ পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।