সিরাজগঞ্জের সলঙ্গা মেঘনা মহিলা সমবায় সমিতির মিট কর্নারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভা শেষে মাদ্রাসা মোড়ে এ সমবায় মিট কর্নারের উদ্বোধন করা হয়।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এন ডি পি) এর বাস্তবায়নে এ মিট কর্নারটি পরিচালিত করা হবে।
সলঙ্গা মেঘনা মহিলা সমবায় সমিতির সভাপতি সুলতানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা।
এডিপির টেকনিক্যাল অফিসার শাহজাহান আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রায়গঞ্জ রেজিওনাল কো- অর্ডিনেটর ফাতিমা কানিজ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সাবেক সহ- সভাপতি সোলাইমান হোসেন খান,
প্রকল্প সমন্বয় কারী আবু আনেকা ইউসুফ,সলঙ্গা মেঘনা সমবায় মিট কর্নারের ক্যাফ (পরিচালক) কামরুল হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা বলেন, নিরাপদ মাংস বিক্রির জন্য এনডিপির হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সমবায় মিট কর্নারটি করার জন্য ধন্যবাদ জানাই এনডিপির সকল কর্মকর্তাদেরকে। সমবায় মিট কর্নাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। হালাল এবং নির্ভেজাল মাংস খাওয়াতে চাইলে অবশ্যই এই মিট কর্নারটি আপনারা ভালোভাবে পরিচালনা করবেন। পশু জবাই করার আগে অবশ্যই সুস্থতা পরীক্ষা করে নিতে হবে। কখনও অসুস্থ পশুর গোস্ত বিক্রি করবেন না। মানসম্মত গোস্ত বিক্রির জন্য উপজেলার সকল স্থানে পশু পরীক্ষা করে গোস্ত বিক্রি করার আহবান জানান তিনি।