রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,গ্রেফতাররা হলো-ইমতেহাজ(২৬),আকবর(১৯),জয় (২০), গোলাম মোস্তাফা(২৫),সোহান(২০),ইউসুফ (২০),আফতাব (২২), শাওন (২৫),ফরহাদ (১৮),আলীজান(২২),শফিকুল ইসলাম (২৫),সালাউদ্দিন (৪৬),রায়হান (১৯),আল আমিন (২৩),সোহাগ (২৫),আল আমিন (২১),
সজিব(২২),সম্রাট(২০),জুনায়েদ(২৩),
সাজ্জাদ(২২),মিঠুন (৩০),আবির(২৬),জলিল মোল্লা (৫৯),ইমন(২২),রিয়াদ(১৯),
মাসুম(৩০),রেজা ওরফে কানা রেজা(৪৫),
কাওসার(৫৫),টিটু (২৮) ও মনু(৪২)।
সোমবার(৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (২৯ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৮ জন,
ওয়ারেন্ট ভুক্ত ৫ জন, মাদক মামলায় -৮ জন,
ডিএমপি আইনে ৯ জন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে
২৮৫ পিচ ইয়াবা ও ১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।