
সিরাজগঞ্জের কাজিপুরে একটি বসতবাড়িতে গভীর রাতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গত২৮ জুন রাতে উপজেলার মুসলিমপাড়া গ্রামে মরহুম কসিম উদ্দিন তালুকদারের পুত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে। চোরেরা কৌশলে ঘরে ঢুকে নগদ ২৩ হাজার টাকা এবং স্বর্নের গহনা (সাড়ে চার ভরি) চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুস সাত্তার (৬৫) গত ২৯ জুন কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ জুন গভীর রাতে কে বা কারা (চোরেরা) তাদের বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে , চোরেরা শয়নকক্ষে প্রবেশ করে প্রথমে স্টিলের আলমারি , কাঠের ওয়ারড্রবের তালা ভেঙে ড্রয়ার খুলে তার স্ত্রী ও কন্যার স্বর্ণের এক জোড়া বালা,তিনটি চেইন ও দুটি পাশা যার আনুমানিক সাড়ে চার ভরি স্বর্ণের বর্তমান বাজার দাম প্রায় ৭ লাখ টাকা এবং আলমারিতে থাকা নগদ ২৩ হাজার টাকা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ঘরের দরজা ভেঙ্গে চোরের দল বাড়ির ভিতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়।
স্থানীয়দের দাবি, এটি নিছক সাধারণ চুরি নয় বরং পরিকল্পিত একটি ঘটনা। তাদের ধারণা, এ চুরির সঙ্গে পূর্বপরিচিত কেউ জড়িত থাকতে পারে, যিনি বা যারা পরিবারের দৈনন্দিন জীবনের তথ্য সম্পর্কে অবগত।
এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান,”সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ টিম ঘটনা স্থলে পরিদর্শন করেছে । অভিযোগের কপি আমরা পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, চুরির ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একইসাথে, এমন ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা হীনতার অনুভূতিও তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।