রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,আবদুল জব্বার (৪৮),
বিল্লাল (১৯), জালাল (২৩), রাকিব (৩০),
রানা (৪০), সাদ্দাম (৩০), বিল্লাল (৪৯), আবুল কালাম আজাদ (৪৫), জীবন (৩২), হৃদয় (২৫), রজব আলী (৩৫), সুলতানা মুন (৩০), নাসিমা আক্তার জুলি (৩৫), নিলুফা (৪৫), ইয়াসিন ভাগিনা ইয়াসিন(২৫), শাকিব(২৫), সজিব(২২) ও জায়েন(১৯)।
সোমবার(৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (২৯ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, ওয়ারেন্ট ভুক্ত ৮ জন, মাদক মামলায় ২জন ডিএমপি আইনে ৩ জন, অন্যান্য ও চাঁদাদাবী মামলায় ৪ জন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক -২৬৬ পুরিয়া কথিত হেরোইন,চোরাই মালামাল ১ টি R-1,,-5,, V3 মোটরসাইকেল নগদ -৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।