ফেনী পৌরসভার শান্তি কোম্পানী রোড এলাকায় অভিযান চালিয়ে ৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামির নাম, মো. জসিম উদ্দিন বাবুল। তার বিরুদ্ধে একাধিক মাদক, চুরি ও প্রতারণার মামলা রয়েছে। তিনি ২০১২ সালের একটি মাদক মামলায় আদালতের রায়ে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেও দীর্ঘদিন পলাতক ছিলেন।
মঙ্গলবার (১ জুলাই) র্যাব-১১, সিপিস-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১২ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মোঃ জসিম উদ্দিন বাবুল ৯ বছরের সশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করলেও র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত বাবুল বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর (ভাটিয়াল বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও ফেনী থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, চুরি, প্রতারণা, মারধর, এবং হত্যাচেষ্টার অভিযোগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়গুলো স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।