শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দাউদার মাহমুদ

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
??????????????

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে ও জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

তিনি মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির গত বৃহস্পতিবার সুকাশ ইউনিয়ন ও শুক্রবার কলম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। দাউদার মাহমুদ জুলাই মাসব্যাপী চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ করবেন বলে জানা যায়।

সিংড়া উপজেলার বিগত ১৭ বছরের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। বিএনপি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছিলেন। ১৭ বছরের দুঃসময়ে সিংড়ার বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। রাজধানী ঢাকা ও সিংড়ার ১৩টি রাজনৈতিক মামলায় ৫ বার কারাভোগ করেন দাউদার মাহমুদ।

লিফলেট বিতরণের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন সিংড়ায় সক্রিয় রাজনীতি ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকায় দাউদার মাহমুদ তৃণমূলে জনপ্রিয় নেতা।

দাউদার মাহমুদ ছাত্র রাজনীতিতে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের পরপর দুবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দাউদার মাহমুদ বিগত আওয়ামী লীগের সময় আন্দোলন-সংগ্রাম, মিটিং-মিছিল করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাতে মশাল মিছিল, রাজধানীতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার হামলা করে ভাংচুর করা হয়েছে। দাউদার মাহমুদ অধিকাংশ সময় সংগঠন নিয়েই ব্যস্ত থাকেন। তরুণপ্রার্থী হিসেবে এলাকায়তার সমাদরও ব্যাপক। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ৫ বার কারাবরণ করেন।

বিএনপির দুঃসময়ের কাণ্ডারী হিসেবে পরিচিত দাউদার মাহমুদ বলেন, দীর্ঘ ২৯ বছর যাবৎ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি ও বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। ২০১৮ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন। অবহেলিত চলনবিলবাসীর চাহিদা পূরণে তরুণ প্রার্থী হিসেবে এবারও মনোনয়ন চাইবো এবং আমি আশা করি দলের মনোনয়ন আমিই পাবো।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সিংড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir