শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
-সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক ও ১১টি বাণিজ্যিক ব্যাংক। তহবিলটি শহীদ পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দিচ্ছে। আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক প্রতিটি এক কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভার অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে। এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ।

ইতোমধ্যে বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা তহবিল ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগটি সেই ঘোষণার একটি পরিপূরক হিসেবে কাজ করবে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এছাড়া, ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা হাউজ লোন এবং ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর প্রস্তাব করেন। বর্তমানে হাউজ লোন হিসেবে মোট ঋণের মাত্র ২-৩ শতাংশ বিতরণ করা হয়। এতে একজন গ্রাহক সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হাউজ লোন পেতে পারেন, যা সময়ের প্রেক্ষাপটে বাড়ানো উচিত।

প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, গ্রাহকদের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় হাউজ লোনের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। একইসঙ্গে বর্তমানে ১০ লাখ টাকার সীমাবদ্ধতা থাকা ক্রেডিট কার্ড ঋণের পরিমাণও সময়ের চাহিদা অনুযায়ী বাড়ানোর কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir