শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন


ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূঁইয়া (৪০)। তারা তিনজনই জুরাইন বৌ-বাজার এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে, জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এরপর রাত ১০টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে শাকিলের বিরুদ্ধে ৯টি ও রুবেলের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir