রাজশাহীর চারঘাট উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দুতাবাস,গেøাবাল আফের্য়াস,কানাডা সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশন আয়োজনে বুধবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুদেশ চন্দ্র এর সঞ্চালনায় প্রকল্প পরিচিতি গেটকা প্রকল্পের রাজশাহী জেলা সমন্বয়কারী মদন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা,চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফ, উজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(অতিঃ দায়িত্ব) সেলিনা আখতার, উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাস,থানাপাড়া সোয়ালোজ ডিএস পরিচালক মাহমুদা বেগম গিনি ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান,সচিব এনজিও প্রতিনিধিবৃন্দ।
জেলা সমন্বয়কারী মদন দাস প্রকল্পের মুল কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বলেন জেন্ডার,সমতা,নারী অংশগ্রহন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব নারী,যুব ও প্রান্তিক জনগোষ্ঠির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের বিশ্বেও রোল মডেল ও জলবায়ু পরির্বতন সংক্রান্ত জবাবদিহিতা নিশ্চিত করবো, সকলের সহযোগিতা কামনা করি।