রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোজাম্মেল হোসেন (৩৩) ও তার সহযোগী তার সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবু (২৮), কে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ২টি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় মোজাম্মেল হোসেন (৩৩) ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই করে আসছিলো।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান।
তিনি জানান, বেশ কিছু দিন ধরে মোজাম্মেলের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি করছিলো র্যাব। প্রযুক্তি গত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায়, মোজাম্মেলের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং তার সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমলে নিয়ে মোজাম্মেল হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (০৯ জুলাই) সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, মোজাম্মেল ও তার কয়েকজন সহযোগী নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকা থেকে রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ব্রীজ হয়ে মটর সাইকেল যোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভিতর দিয়ে মাদক কেনা বেচার কাজী বাড়ী এলাকায় যাচ্ছে। তথ্য পেয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় কাজী বাড়ী যাওয়ার রাস্তায় অবস্থান নেয়। এই সড়ক দিয়ে মোটরসাইকেলে করে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী করে দুই রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী ও মাদক ব্যবসা, অস্ত্র ভাড়া ও কেনাবেঁচার সাথে জড়িত ছিলো। অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।
এই র্যাব কর্মকর্তা আরও বলেন, আমরা নিশ্চিত করে বলতে চাই রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।