রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন কাজিপুর থানার ওসি

রিপোর্টারের নাম / ২৬১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কাজিপুর থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নানা প্রকারের অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল এই সম্মাননা স্মারক প্রদান করেন।

প্রতিক্রিয়া ব্যক্ত করে থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, এই সন্মাননা হচ্ছে আসলে কাজের অনুপ্রেরণা। আমি কাজে বিশ্বাসী মানুষ। এই সম্মাননা নিঃসন্দেহে আমাকে আরো অধিক কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।প্রতিটা ভালো কাজের জন্য আমার থানা টিমের সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। তারই ফলশ্রুতিতে আমি এই সম্মানটুকু পেয়েছি, তাই সম্মানের সিংহভাগ দাবিদার আমার থানার টিম। মানুষের ভালোর জন্য আমি সবকিছু করতে প্রস্তুত।যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। এ স্বীকৃতি পেয়ে আমি খুব আনন্দিত।আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে ন্যায়বিচার বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চেষ্টা চালিয়ে যাবো।

উল্লেখ, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে জনবান্ধব পুলিশে রুপ পেয়েছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নেতৃত্বে ও ওসি তদন্ত হাসিবুল্লাহ এর সার্বিক তদন্ত কার্যক্রম চলছে নিরলসভাবে। কাজিপুর থানা পুলিশের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সার্বক্ষনিক দায়িত্ব পালন কার্যক্রম চলমান রাখায় জনবান্ধব পুলিশে রুপ পেয়েছে।

টিপিএন২৪/ হৃদয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir