শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

১৩৪ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
-প্রতীকী ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১টি, যা থেকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩টি বেড়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

এ বছর সারা দেশের ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৮৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছরের ২ হাজার ৯৬৮টি শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে তৈরি করা হয়েছে।

ফল প্রকাশ ঘিরে এবার কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সার্বিক বিষয়ে কথা বলেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir