শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

মিটফোর্ডের ঘটনাকে বড়ই দুঃখজনক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:২৬ অপরাহ্ন



পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যাকাণ্ডের ঘটনাকে বড়ই দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ঘটনা কোনো সময় আশা করা যায় না। যারা দায়ী অলরেডি পাঁচজনকে ধরা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনতে ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে একটু কমায়ে আনতে হবে। নীতি-নির্ধারক আমাদের সবার দায় রয়েছে। সমাজের সবাই যদি সহযোগিতা করে তাহলে কমে আসবে।

বিচার প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিচারের সাথে আমি জড়িত নয়। আইনের আসামিদের সোপর্দ করা এবং আইনে যারা আছেন তারা বিচার প্রক্রিয়া দেখবে।

মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাইকে অনুরোধ করছি যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ বিমানে বোমা আছে এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেশটাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ঘটনায় যে ফোন করে বোমা আছে বলেছিলেন সেই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফোন করার জন্য যে পরামর্শ দিয়েছিলেন সেই দুজনকেও গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir