রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

ট্রাম্পের জারিজুরি শেষ : অ্যাটর্নি জেনারেল

রিপোর্টারের নাম / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ২:৩০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলার জালিয়াতির মামলা চলছে।

এ মামলায় তিনি বুধবার নিউইয়র্কের আদালতে হাজির হন। তবে তিনি অ্যাটর্নি জেনারেলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন।
এর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ‘জারিজুরি শেষ’। ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তায় আমি ‘দমে যাব না’।

৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প গতকাল আদালতের কার্যক্রম শেষে চলে যান। তবে এর আগে তিনি অ্যাটর্নি জেনারেল জেমসের বিরুদ্ধে সরব হন। তখন অভিযোগ করে ট্রাম্প বলেন, এটা ‘কারচুপির’ বিচার। ‘ডেমোক্র্যাটদের পরিচালিত’ বিচারক তার বিচার করছেন। এর মাধ্যমে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা থেকে দূরে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমি বরং নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, ওহাইও অথবা আরও অনেক জায়গায় থাকতে পারতাম। কিন্তু আমি এখানে আটকে আছি একজন দুর্নীতিগ্রস্ত অ্যাটর্নি জেনারেলের কারণে।’

এর প্রতিক্রিয়ায় আফ্রিকান বংশোদ্ভূত অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, এ সপ্তাহে ট্রাম্প তাঁর ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা অপরাধমূলক, ভিত্তিহীন; এসবের কোনো সত্যতা নেই বা তথ্যপ্রমাণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir