রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

‘ডন-৩’ সিনেমায় শাহরুখ ফিরছেন কোন চরিত্রে?

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
-ফাইল ছবি।

বলিউডের আলোচিত সিনেমা ‘ডন ৩’ নিয়ে চমকের কোনও শেষ রাখছেন না পরিচালক ফারহান আখতার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে-‘ডন ৩’ সিনেমায় ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন খান শাহরুখ। তবে সেটি কোনো সাদামাটা ক্যামিও চরিত্র হবে না। শাহরুখের জন্য ‘গ্র্যান্ড ক্যামিও’র পরিকল্পনা করেছেন ফারহান। এছাড়া সিনেমায় একটি বিশেষ চরিত্রে ফিরতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও ।

১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়। সেবার ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। আসে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ নামের সিনেমা। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।

এবারে ‘ডন’ সিনেমার নতুন যুগের সূচনা হতে চলেছে রাণবীর সিংকে দিয়ে। পালাবদলের এই অধ্যায়ে নায়িকা হিসেবে শুরুতে আসে কিয়ারা আদভানির নাম। দর্শকরাও ভাবলেন, শাহরুখ-প্রিয়াঙ্কার চরিত্রে বুঝি পাওয়া যাবে রাণবীর-কিয়ারাকে।কিন্তু এরপর খবর আসে কিয়ারা রাজি নন। তখন শোনা যায় ‘আদিপুরুষ’ সিনেমার জানকি চরিত্রে কৃতি শ্যানন আগ্রহী কাজ করার জন্য। কিন্তু সেই কৃতিও বাদ হয়ে যান।

ইন্ডিয়ান সংবাদমাধ্যমগুলো তখন বলেছিল, রাণবীরের বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এর মধ্যে দীপিকা কন্যা ন্তানের মা হয়েছেন। ফের কিয়ারার নাম আসলেও এই অভিনেত্রীও আছেন মাতৃত্বকালীন ছুটিতে।

পরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, ‘ডন ৩’ সিনেমায় রাণবীরের নায়িকা হতে চলেছেন শর্বরী ওয়াগ। নতুন আরেকটি খবর হল সিনেমার খল অভিনেতা হবেন বিক্রান্ত ম্যাসি।

শাহরুখ এখন ব্যস্ত আছেন তার আগামী সিনেমা ‘কিং’ এর দৃশ্যধারণের কাজ নিয়ে। ওই কাজ গুছিয়ে নিয়ে ডনের শুটিং সারবেন তিনি। সিনেমা মুক্তি পেতে পারে আগামী বছরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir