রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল   নাটোরে দুই নারীকে গরম পানি দিয়ে ঝলসে দেবার ঘটনায় ৫জন আটক সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে এসএসসিতে জমজ ভাইয়ের কৃতিত্বে আনন্দিত পরিবার লালপুরে আম পাড়াকে কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় আটক-২ নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ

চাঁদার টাকা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
Oplus_131072


রাজশাহী দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে মসজিদ কমিটির কাছে দাবি করা চাঁদা না পেয়ে আজিম উদ্দীন (৫৫) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এই ঘটনা ঘটে।  এ সময় নবী (৪৬) নামের একজনকে ধাওয়া দিয়ে আটক করে প্রতিবেশীরা এবং পরে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দুর্গাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। 

এদিকে আহত মসজিদের ইমাম আজিম উদ্দীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত কুহাড় মোড় ওয়াক্তিয়া জামে মসজিদের ইমাম আজিম উদ্দীন বলেন, যোহরের নামাজ পড়ার উদ্দেশ্য মসজিদে যাওয়ার সময় দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ঝালুকা ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল এর নেতৃত্বে একই এলাকার মৃত.নিরুর ছেলে আলী, নবী ও আলীর ছেলে সালাউদ্দিন সহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী পূর্বের শক্রতার জের ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার উপর অর্তকিত হামলা চালায়। পরে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন, এর আগে গত বুধবার দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ঝালুকা ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আইনাল এর বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার কারনে তারা আমার উপর আরো বেশি ক্ষুদ্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহাড় গ্রামে মসজিদের ইমাম আজিম উদ্দীনকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সাথে জড়িত নবী নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir