শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি: / ১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। নিহত জিল্লুর রহমান কালিয়া কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের দুই দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগকাটাসহ এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিকে স্বজনেরা উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আরো জানান, কুলশুর গ্রামের জিল্লুর রহমান নিহতের ঘটনায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করেছে পুলিশ। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir