শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ন

কুমিল্লায় গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি : / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:০৪ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আকাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করে ৩৮ জনের নামে মামলা করা হয়েছে।

শনিবার ভোরে মামলাটি এফআইআরভুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় উপজেলার আকাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়েছে। এতে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- কড়ইবাড়ী গ্রামের বাছির মিয়া, বাচ্চু মিয়া, ইউপি সদস্য আবু বক্কর, রবিউল আউয়াল, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, এরশাদ হোসেন, বাবুলের বাবা রবিউলসহ ৩৮ জন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি মাহফুজুর রহমান বলেন, শনিবার ভোরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। এতে এজহার নামীয় ৩৮ জন এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir