কক্সবাজার সদর ও রামু উপজেলা থেকে আলোচিত শাহীন ডাকাত বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এরা হলেন, শাহীন ডাকাতের কথিত ক্যাশিয়ার ইকবাল এবং সশস্ত্র সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গা কাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। তিনি শাহীন বাহিনীর একজন সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী।
তিনি আরও বলেন, ‘একইদিন সন্ধ্যায় সদর উপজেলার বিজিপি ক্যাম্প সংলগ্ন সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহীন বাহিনীর কথিত ক্যাশিয়ার ইকবালকে গ্রেফতার করা হয়। সে শাহীনের ঘনিষ্ঠ সহযোগী ও আর্থিক লেনদেনের দায়িত্বে ছিল।’
ডাকাত শাহীন সম্পর্কে আ. ম. ফারুক বলেন, ‘শাহীন বাহিনী কক্সবাজারের রামু, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার অধীনে রয়েছে ৪০-৪৫ জনের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী। তারা চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, সোনা ও গরু চোরাচালানসহ নানা অপরাধে জড়িত।’
তিনি আরও জানান, ‘র্যাব-১৫ জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত ইকবাল ও জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’