সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের পানিতে ডুবে মৃদুল (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো।
মৃদুল কুন্দইল চকপাড়া গ্রামের মনিরুল ইসলামের একমাত্র ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃদুল দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু সময় পর তার লাশ বিলের পানিতে ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।