তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে টেকশই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্পের আওতায় উত্তর ভদ্রাবতি ও দক্ষিন ভদ্রাবতি খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪মার্চ) বিকালে উপজেলার তালম ইউনিয়নের আইয়ুব বাজারে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম, সিরাজগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী মো: সাবের আলী, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি, প্রকৌশলী তারিক আজিজ, তাড়াশ উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক ও দক্ষিন ভদ্রাবতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।