মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও বঞ্চিত অর্ধশত অসহায়, ও দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান এভারগ্রিন এসোসিয়েশন।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্ৰামে এভারগ্রিন এসোসিয়েশনের কার্যালয় থেকে নিজস্ব অর্থায়নে গতবারের মত এবার ও অর্ধশত অসহায় ও দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এভারগ্রিন এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুন্সি, দি ফ্রেন্ডস এসোসিয়েশনের সহ-সভাপতি ইংরেজি শিক্ষক কামাল পাশা পাভেল, সাধারন সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহ- আলম, প্রভাষক আনিসুর রহমান, প্রভাষক আ. মোতালেব,এভারগ্রিন এসোসিয়েশন সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।