রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ২৬২ জন অ্যাথলেট নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত। এছাড়া রুশ হামলায় ইউক্রেনের ৩৬৩টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। এতে ক্রীড়াক্ষেত্রে রাশিয়াকে নিষিদ্ধের দাবি তুলেছেন ইউক্রেনের এই মন্ত্রী।
এ অবস্থায় রাশিয়ার কোনও ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেয়া উচিত নয় বলে জানান ভাদিম হুতসাইত। রাশিয়ার ক্রীড়াবিদরা এই যুদ্ধকে সমর্থন করে বলে দাবি তুলে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘তারা (ক্রীড়াবিদেরা) সবাই এ যুদ্ধকে সমর্থন দিচ্ছে এবং এ যুদ্ধের সমর্থনে আয়োজিত ক্রীড়া আসরগুলোতে অংশ নিচ্ছে।’
ইতোমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সুপারিশ করেছে, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ হিসেবে বিবেচনা করে ধীরে ধীরে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তাদের যেন অংশ নিতে দেওয়া হয়। তবে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে তাদের অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে ইউক্রেন বলেছে, ২০২৪ সালের অলিম্পিক গেমসে যদি রাশিয়ার বিরুদ্ধে খেলতে হয় তাহলে নিজেদের খেলোয়াড়দের (ইউক্রেনীয়) সেখানে খেলার অনুমতি দেবে না ইউক্রেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইউক্রেনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।