রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

কু‌ড়িগ্রা‌মে কোরআন অবমাননার অভি‌যো‌গে এক নারী আটক

রিপোর্টারের নাম / ৩৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১:৪৮ অপরাহ্ন



মোঃবুলবুল ইসলাম, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারী উপ‌জেলায় কোরআন শরীফ অবমাননার অ‌ভি‌যো‌গে এক গৃহবধূ‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (১১ এ‌প্রিল ) সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে উপ‌জেলার তিলাই ইউ‌নিয়‌নের প‌শ্চিম ছাট‌গোপালপুর গ্রা‌মের নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে আটক ক‌রে পু‌লিশ।

ভূরুঙ্গামারী থানা পু‌লি‌শের উপ প‌রিদর্শক (এসআই) নওশাদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌‌রে‌ছেন।

আটক নারীর নাম ফাতেমা বেগম। তি‌নি ছাট‌গোপালপুর গ্রা‌মের আজগর আলীর স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, ফা‌তেমা তার স্বামীর সা‌থে দাম্পত‌্য কল‌হের জে‌রে কোরআন শরীফ অবমাননা ক‌রেছেন, এমন খব‌রে মঙ্গলবার সকা‌লে স্থানীয়রা ফা‌তেমা‌কে অবরুদ্ধ ক‌রে পু‌লি‌শে খবর দেয়। এ ঘটনায় স্থানীয় ওলামা প‌রিষদ ও স্থানীয় বা‌সিন্দারা অ‌ভিযুক্ত নারীর বা‌ড়ির পা‌শে বি‌ক্ষোভ শুরু ক‌রে। তারা ওই নারীর দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রে বি‌ভিন্ন স্লোগান দি‌তে থা‌কেন। প‌রে ভূরুঙ্গামারী থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে ফ‌াতেমা‌কে আটক ক‌রে থানা হেফাজ‌তে নেয়।

স্থানীয়‌দের অ‌ভি‌যোগ, ফা‌তেমা ও তার স্বামীর ম‌ধ্যে ক‌লো‌হের জে‌রে ফ‌াতেমা কোরআন অবমাননা ক‌রে‌ছেন। তারা উভ‌য়ে ইসলাম ধর্মীয় রী‌তি কিংবা আচার অনুষ্ঠা‌নের সা‌থে সম্পৃক্ত নন। তারা ধর্মান্ত‌রিত হ‌য়ে থাক‌তে পা‌রেন ব‌লেও স‌ন্দেহ কর‌ছেন তা‌দের প্রতি‌বেশী। ত‌বে নির্ভর‌যোগ‌্য কোনও সূ‌ত্রে এসব অ‌ভি‌যো‌গের সত‌্যতা নি‌শ্চিত করা যায়‌নি।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত ভূরুঙ্গামারী থানা পু‌লি‌শের উপ প‌রিদর্শক (এসআই) নওশাদ জানান, তিনি অ‌ভিযুক্ত নারীর সা‌থে কথা ব‌লে অ‌ভি‌যো‌গের প্রাথ‌মিক সত‌্যতা পে‌য়ে‌ছেন। প্রচ‌লিত আইন অনুযায়ী তার বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এসআই নওশাদ আরো ব‌লেন,’ স্থানীয়‌দের প্রতিবা‌দের মু‌খে ওই নারী‌কে আমরা আটক ক‌রে থানা হেফাজ‌তে নি‌চ্ছি। বিস্তা‌রিত যাচাই ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir