রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

চাঁদ দেখা গেছে, সৌদিতে কাল ঈদ

রিপোর্টারের নাম / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
সৌদি আরবে আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শুক্রবার। এর মানে আজ সৌদিতে রমজান মাসের শেষ দিন। আগামীকাল শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর।



দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।


ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।


অন্যদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে অন্তত ৭টি দেশ। এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir