রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

অ্যান্টার্কটিকায় স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনায় ইরানের নৌবাহিনী

রিপোর্টারের নাম / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার বাহিনী এন্টারটিকা মহাদেশে সামরিক ও বৈজ্ঞানিক মিশনের জন্য স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে।

ইরানের চ্যানেল ওয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে, এন্টার্কটিকা মহাদেশে গর্বের ইরানি পতাকার উড্ডয়ন। সেখানে আমরা সামরিক ও বৈজ্ঞানিক গবেষণাতে সহযোগীর ভূমিকা পালন করব।
ইরাক-ইরান যুদ্ধের বার্ষিকীতে টেলিভিশন চ্যানেলটি অ্যাডমিরাল শাহরাম ইরানির সাক্ষাৎকার গ্রহণ করে।তার এ বক্তব্যের সূত্র ধরে জানতে চাওয়া হয়- এর অর্থ কী এন্টার্কটিকা মহাদেশে ইরান স্থায়ী ঘাঁটি গড়বে? জবাবে নৌবাহিনীর প্রধান বলেছেন- ইনশাআল্লাহ।

তিনি বলেন, এটা শুধু সামরিক কর্মকাণ্ড নয়, সেখানে বৈজ্ঞানিক কাজকর্ম থাকবে এবং আমাদের প্রিয় বিজ্ঞানীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নৌবাহিনীর কমান্ডার বলেন, এ ধরনের উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা ইরানের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বিপুল সম্ভাবনার ইঙ্গিত করে।

তিনি বলেন, গত বছর, ইসলামী বিপ্লবের নেতার নির্দেশনা মেনে আমরা বিশ্বজুড়ে শক্তিশালী সামুদ্রিক উপস্থিতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এতে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল- আমাদের এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা ছিল না।

সূত্র : পার্সটুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir