রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ইসরায়েলে হামাসের হামলাকে ‘বিজয়’ আখ্যা দিয়ে যা বলছে ইরান

রিপোর্টারের নাম / ২৫৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন
হামাসের স্টাইলে ফিলিস্তিনি একজন কিশোর

অনলাইন ডেস্ক:
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনের সব দলের জন্য এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এক টুইটে এ হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।
হামাস দাবি করেছে, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছে। এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (সংক্ষেপে আইআরজিসি নামে পরিচিত) হামাসের হামলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের পরিকল্পনা এবং অনুমোদনক্রমে হামলা শুরু করে হামাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir