অনলাইন ডেস্ক:
পোশাক শ্রমিকদের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পোশাক শ্রমিকদের মজুরি দফায় দফায় বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। এবার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শতকরা ৫৬ ভাগ বাড়ানো হয়েছে।’
‘আন্দোলনের নামে ১৯টি কারখানা ধ্বংস করা হয়েছে। যারা তাদের (শ্রমিক) উস্কানি দিচ্ছে, তারাই তাদের ধ্বংস করবে। এটা শ্রমিকদের বুঝতে হবে। বর্তমান (নতুন ঘোষিত) মজুরি নিয়েই পোশাকশ্রমিকদের কাজ করতে হবে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আন্দোলনের নামে সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াতের কর্মসূচির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে হামলা এসব যারা করে তাদের আটক করা হবে না তো কী করা হবে? যারা এসব সন্ত্রাস করবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা হরতাল অবরোধের নামে আগুনসন্ত্রাস করছে। অগ্নিসংযোগে দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে বলে গত ৭ নভেম্বর জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
তবে পোশাকশ্রমিকরা তাদের বর্তমান ন্যূনতম মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছিল।
৭ নভেম্বর সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের এক সভায় শ্রমিকদের মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দেয় পোশাক কারখানার মালিকরা।
এ প্রস্তাবের পর বিকালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে বলে ঘোষণা দেন প্রতিমন্ত্রী।