রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন

রিপোর্টারের নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন

  • অনলাইন ডেস্ক:

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এই ঘোষণা দেন। এই নির্বাচনে বিজয়ী হলেই ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বৈধতা পাবেন পুতিন।

৭১ বছর বয়সী পুতিন দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, আমি এটা গোপন করতে চাই না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভেবেছি। তবে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে লড়তে চাই।

এসময় রাশিয়ার সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাও পুতিনকে ফের নির্বাচনে লড়ার জন্য আহ্বান জানান। সেনাবাহিনীর ওই শীর্ষ কর্তা বলেন, রাশিয়ার আপনার মতো নেতৃত্বই দরকার।

আগামী বছরের মার্চ মাসের মাঝামাঝি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নিতে প্রধান পাঁচ দলকে প্রার্থীদের নাম জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir