রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

উত্তর গাজায় ওষুধ-জ্বালানি প্রবেশে ইসরায়েলের বাধা: জাতিসংঘ

রিপোর্টারের নাম / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ওষুধ, পানি ও পাম্প চালানোর জন্য জ্বালানি প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সেখানে বাধা পেয়েছে বেশ কয়েকটি মিশন।

সোমবার হাল নাগাদ তথ্যে এসব কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সংস্থা ওসিএইচএ।

সংস্থাটি উল্লেখ করেছে, ওষুধের অভাবে ছয়টি হাসপাতালের কার্যক্রম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য জ্বালানির অভাব স্বাস্থ্য ও পরিবেশগত বিপদের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

 

ওসিএইচএ জানিয়েছে, জানুয়ারির শুরু থেকে ওয়াদি গাজার উত্তরে পানি ব্যবস্থাপনার জন্য জ্বালানি ও সরবরাহকারী ১৯টি পরিকল্পিত মিশনের মধ্যে শুধু একটিকে অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে পাঁচটি কেন্দ্রীয় ওষুধ বিপণন মিশন, জাবালিয়া স্বাস্থ্য কেন্দ্রে চারটি মিশন, চারটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পানি ও বর্জ্য পাম্পে আটটি মিশন।

এদিকে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় ২৪ হাজার ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজার। এছাড়া গাজার বেশির ভাগ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির ৮৫ শতাংশই আশ্রয় শিবিরে রাত কাটাচ্ছে। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir