রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

পশ্চিম তীরে গোলাগুলিতে দুই ইসরায়েলি নিহত

অনলাইন ডেস্ক: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

পশ্চিম তীরের হেবরনে এক চেক পোস্টে গোলাগুলিতে অন্তত দুইজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এছাড়া এতে আরেকজন আহত হয়েছে। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম বলেছে, রবিবার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫০ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেবরনের দক্ষিণে তারকিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

মারিভ নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত তিনজন পুলিশের সদস্য। তারা হেবরন স্টেশনে দায়িত্বে ছিলেন। সেইসময় তাদের ওপর হামলা হয়েছে। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir