রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

বাইডেনের সঙ্গে কেন শিগগিরই দেখা করবেন ট্রাম্প?

অনলাইন ডেস্ক: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

মার্কিন নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জয়ের পর বাইডেনের এমন অভিবাদন পেয়ে ট্রাম্পও খুশি হয়েছেন।

এবার জানা গেছে জো বাইডেনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পও ওই সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন, খুব শিগগিরই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাইডেনের ফোনকলেরও খুবই প্রশংসা করেছেন ট্রাম্প।’

মঙ্গলবারের নির্বাচন শেষে এখন পর্যন্ত ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪টি ভোট। এখনও তিন অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir