রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

বাংলাদেশি প্রবাসীদের জন্য অস্ট্রেলিয়ায় চালু হলো ট্যাপট্যাপ সেন্ড

অনলাইন ডেস্ক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন

আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপ ট্যাপ সেন্ড অস্ট্রেলিয়ায় তাদের পরিষেবা চালু করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন।

ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ইউজার-ফ্রেন্ডলি হওয়ায় খুব সহজেই গ্রাহকরা অ্যাপটি ব্যবহার করতে পারে। কেবল কয়েক মিনিটে দ্রুত অ্যাপটির মাধ্যমে টাকা পাঠানো যায়। অ্যাপটির আরেকটি সুবিধা হলো এতে কোনো ট্রান্সফার ফি নেই। এছাড়া, অন্যান্য মানি ট্রান্সফার প্ল্যাটফর্মের চেয়ে তুলনামূলক ভালো এক্সচেঞ্জ রেটের সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা।

বিদেশ থেকে অর্থ পাঠানোর জন্য লাইসেন্স প্রাপ্ত এই অ্যাপটি গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটির ব্যবহার হচ্ছে যেখানে এখন যুক্ত হলো অস্ট্রেলিয়া।

বিশ্বের নানা প্রান্তে রেমিট্যান্স পরিষেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে ট্যাপ ট্যাপ সেন্ড। অস্ট্রেলিয়ায় এবার সেবা চালু করা এই প্রচেষ্টারই একটি অংশ যার মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশে থাকা তাদের পরিবার আর প্রিয়জনদের কাছে অর্থ পাঠাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir