রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ভালো নেই ভারত, এবার কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি

অনলাইন ডেস্ক / ১২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। রুশ ভাষায় একটি ই-মেইলে এই বিস্ফোরণের হুমকি দেয়া হয়। বিষয়টি এখন তদন্ত করছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি জানায় ভারতীয় পুলিশ। খবর আল-আরাবিয়া নিউজের।

কয়েক দিন আগেই আরবিআই-এর গভর্নর হিসেবে নিয়োগ পান সঞ্জয় মালহোত্রা। তার সরকারি ই-মেইল ঠিকানায় বোমা হামলার হুমকি সম্মিলিত একটি বার্তা পাঠানো হয় বলে মুম্বাই পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আমরা একটি মামলা নথিভুক্ত করেছি। এখন তদন্ত চলছে।

চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তবে পরে এসবের বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

সোমবারও দিল্লির অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়াহয়। এ বছরের নভেম্বর পর্যন্ত ভারতে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোয় প্রায় এক হাজার ভুয়া বোমা হামলার হুমকি দেয়া হয়, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir