রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে দামেস্কে

অনলাইন ডেস্ক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
ছবিসূত্র : এএফপি

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসাদের পতনের এটিই সিরিয়ায় ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যঁ নোয়েল ব্যারোট গতকাল শুক্রবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করার কথা ছিল। এ ছাড়া তারা সিদনায়া কারাগারে যাওয়ারও কথা ছিল।

সিদনায়ায় বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুম করার বহু ঘটনার অভিযোগ রয়েছে। একটি অ্যাডভোকেসি গ্রুপ বলেছে, গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহী বাহিনী দামেস্ক দখল করার সময় চার হাজারেরও বেশি লোককে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল।

লেবানন থেকে সিরিয়ার রাজধানীতে আসার পরপরই দামেস্কে ফরাসি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারোট একটি সার্বভৌম, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সিরিয়ার প্রত্যাশার কথা জানান। 

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর, আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir