শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:২৪ অপরাহ্ন

নওগার সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামকে অপহরনের পর মুক্তিপন না পেয়ে সিরাজগঞ্জে হত্যার দায়ে ৬জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় দেন। মামলা চলাকালে সাইফুল ইসলাম নামের আরও এক আসামির মৃত্যু হওয়ায় তাকে দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। রায় ঘোষনাকালে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলো-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া, একই উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, দরগাপাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মোজাহিদ, পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান প্রধানের ছেলে সাইদুল ইসলাম ও একই জেলার সাঘাটা উপজেলার রামনগর (হাটবাড়ি) গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মিলন সরকার।
মামলার নথি সূত্রে জানা যায়, নওগা জেলা সদরের কিসমত কসবা গ্রামের আব্দুর রহমানের ছেলে নাজমুল ইসলাম সবজির ব্যবসা করত। ২০১৭ সালের ১০ আগস্ট দুপুর আড়াইটার দিকে ট্রাকভর্তি সবজি নিয়ে নাজমুল ঢাকায় রওনা হন। পরদিন রাত ১২টার দিকে একটি নম্বর থেকে জানানো হয় নাজমুলকে গাজীপুরের চন্দ্রা থেকে অপহরণ করা হয়েছে। তার মুক্তি পেতে ৫০ হাজার টাকা লাগবে। ১২ তারিখ সকাল সাতটায় স্ত্রী রাবেয়ার নম্বরে একটি বিকাশ নম্বর পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বগুড়া মহাসড়কের রুপসী বাংলা খাবার হোটেলের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নাজমুলের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক এই রায় ঘোষণা করেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir