শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

‌‘সরকার জনগণের জানমাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ’

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর মিটফোর্ডে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুরে গতকাল শুক্রবার বাদ এশা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জানমাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই সন্ত্রাসী দুঃসাহসের মূল কারণ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং গণআদালতে তাদের বিচার করা হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসীদের রাজত্ব চলবে না। কারণ এ দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়— কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী এবং পরিচালনা করেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদি হাসান সিকদার।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী হত্যাকাণ্ড ও দেশজুড়ে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইমাম, মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে খেলাফত যুব মজলিসের উদ্যোগে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir